রবিবার, অক্টোবর ৬, ২০২৪

  ০২-২২৩৩৮১৬৯৮

 taxzone12@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর অঞ্চল ১২, ঢাকা
কর কমিশনারের কার্যালয়

   আয়কর পরিপত্র ২০২৪-২০২৫    আয়কর রিটার্ণ প্রস্তুতকারী (টিআইপি)সহায়িকা-২০২৩    আয়কর_পরিপত্র_২০২৩-২৪    আয়কর_নির্দেশিকা_২০২৩-২০২৪2    আয়কর আইন -২০২৩    উৎসে কর কর্তন বিধিমালা-২০২৩    কর অঞ্চল-১২, ঢাকায় নিয়োগ কার্যক্রম ২০২৩ এর চূড়ান্ত সুপারিশকৃত প্রার্থীদের ১২.০৭.২০২৩ খ্রি. তারিখে যোগদানের নিমিত্ত নিয়োগপত্র স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হয়েছে।    করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় : ১) যথাযথ নিয়মে সাবান দিয়ে (২০) সেকেন্ড হাত ধোবেন। ২) হ্যান্ডশেক করবেন না। ৩) সামাজিক দুরত্ব বজায় রাখুন। ৪) হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। ৫) সতর্ক ও সচেতন থাকুন, মনে রাখবেন আপনার সতর্কতা অপরের নিরাপত্তা।

অভিলক্ষ (Mission):
• অধিকতর রাজস্ব আহরণ (Increased Revenue Collection);
• উন্নতর করদাতা সেবা প্রদানের লক্ষ্যে অফিস ব্যবস্থাপনা উন্নয়ন (Improved Office Management for Better Taxpayer’s Service);
• স্টেক হোল্ডারদের সাথে সম্প্রীতির সম্পর্ক সৃষ্টি (Impressive Stakeholder’s Relation);
• তথ্য- প্রযুক্তির অধিকতর ব্যবহার (Increased Use of ICT) এবং
• নিষ্ঠার সাথে কর্ম পরিচালনা ও সেবা দান (Lead and Serve with Integrity)
রূপকল্প (Vision):
সুশাসন (Good Governance) নিশ্চিত করে একটি আধুনিক ব্যবস্থাপনা কাঠামো (Modern Management Framwork) বিনির্মাণের মাধ্যমে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন যা জনগণের (People) কল্যাণে অবদান রাখবে।
কর অঞ্চল-১২, ঢাকা সম্পর্কিত তথ্যাদিঃ
কর অঞ্চল-১২, ঢাকা এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জসহ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারেরকার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে।

অফিস লোকেশন